৩০০ ফিট সড়কে রোলস-রয়েস দুর্ঘটনায় আহত ৪, গাড়িটি থানা হেফাজত

Published : ০১:৪২, ২০ জুলাই ২০২৫
নারায়ণগঞ্জ: পূর্বাচলের ৩০০ ফিট সড়কে বিলাসবহুল রোলস-রয়েস গাড়ির একটি মডেল ‘স্পেক্টার’ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে উঠে পড়ায় গুরুতর দুর্ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকা থেকে ঢাকার দিকে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি রোলস-রয়েস কোম্পানির তৈরি বৈদ্যুতিক মডেল ‘স্পেক্টার’। এটি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ডিভাইডারে ধাক্কা খায়। গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। আহতদের পরিচয়: আহমেদ আরিফ বিল্লাহ – মাস্কো গ্রুপের চেয়ারম্যান এমএ সবুরের ছেলে এবং গাড়ির চালক আহমেদ তাওয়াফ বিল্লাহ – আরিফের ছেলে রুম্মন হোসেন – পরিচয় নিশ্চিত নয় রোমান আহমেদ – পরিচয় নিশ্চিত নয় আহত চারজনকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি তরিকুল বলেন, "আহতদের মধ্যে চালক আরিফ বিল্লাহ গুরুতর আহত হলেও সবাই এখন আশঙ্কামুক্ত।"n দুর্ঘটনার পর গাড়িটি উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। রোলস-রয়েস স্পেক্টার, যা বিশ্ববাজারে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি হিসেবে পরিচিত, বাংলাদেশে এটি খুবই বিরল। দুর্ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।