উত্তরায় মাইক্রোবাসে আগুন‌

উত্তরায় মাইক্রোবাসে আগুন‌ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৮, ১২ নভেম্বর ২০২৫

রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটের দিকে উত্তরা জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইঞ্জিন ওভারহিটের কারণে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা সময়মতো পৌঁছানোয় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement