আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে অচল ঢাকার সড়ক

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচিতে অচল ঢাকার সড়ক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২৮, ১৩ নভেম্বর ২০২৫

পুরো দেশ থেকে রাজধানী ঢাকাকে কার্যত বিচ্ছিন্ন করার লক্ষ্যে অনলাইনে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির আহ্বান জানিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই দলটির নেতাকর্মীরা ঢাকাসহ আশপাশের জেলাগুলোর বিভিন্ন স্থানে সক্রিয় হয়ে ওঠেছে।

এদিকে, এই কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবি। শহরের মোড়ে মোড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও রাস্তায় অবস্থান নিয়েছেন বলে জানা গেছে, যা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে।

রাজধানীবাসী পড়েছেন চরম দুর্ভোগে। সকাল থেকেই বিভিন্ন এলাকায় টায়ার জ্বালানো, বাসে আগুন, কাঁচ ভাঙচুরসহ আতঙ্ক সৃষ্টিকারী কর্মকাণ্ড ঘটেছে। এতে শহরের যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে।

গত ১২ ঘণ্টায় কমলাপুর, মিরপুর, শ্যামলী ও ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় একাধিক গণপরিবহনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ঢাকার প্রবেশপথগুলোতেও আতঙ্ক সৃষ্টি করতে একই ধরনের নাশকতা চালানো হয়েছে আওয়ামী লীগের কর্মীদের পক্ষ থেকে। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীতে গণপরিবহন প্রায় অচল হয়ে পড়েছে। মোহাম্মদপুর, শিয়া মসজিদ, শ্যামলী ও ফার্মগেটে খুব অল্পসংখ্যক বাস, রিকশা ও সিএনজি দেখা গেছে। ব্যক্তিগত গাড়ির উপস্থিতিও ছিল কম। সড়কজুড়ে দেখা গেছে সেনাবাহিনী ও পুলিশের টহল।

এছাড়া সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আজ দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। বিভিন্ন এলাকায় মোটরসাইকেল আরোহী ও পথচারীদের তল্লাশি চালানো হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ছিল নীরবতা—বেশ কয়েকটি স্কুল ও কলেজে আগের রাতেই ক্লাস ও পরীক্ষার কার্যক্রম স্থগিতের নোটিশ জারি করা হয়েছে।a

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement