রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এক ‘সন্দেহভাজন’ কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, আটক কিশোরের বয়স আনুমানিক ১৪ বছর, সে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা।
ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরটির পরনে ছিল প্যান্ট, কোট ও টাই, এবং হাতে ছিল একটি ব্যাগ। পুলিশ তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর ভ্যানে তুলে নিয়ে যায়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটির আচরণ সন্দেহজনক মনে হয়েছে। সে একবার নিজেকে স্কুল শিক্ষার্থী বলে দাবি করছে, আবার কখনও বলছে ছাত্রদলের সঙ্গে যুক্ত, পরে আবার বলেছে ছাত্রশিবিরের কর্মী।
শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, “তার কথাবার্তা অসংলগ্ন ও বিভ্রান্তিকর। তার ব্যাগে কিছু কাগজপত্র পাওয়া গেছে, যেগুলো দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকতে পারে।”
এদিকে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইন ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, কেউ নাশকতার আশঙ্কা তৈরি করলে বা সন্দেহজনক আচরণ করলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ধানমন্ডির এ ঘটনার পর এলাকাজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



































