ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগান, নারীকে মারধর

ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগান, নারীকে মারধর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০১, ১৩ নভেম্বর ২০২৫

রাজধানীর ধানমন্ডি ও গুলিস্তানে রাজনৈতিক উত্তেজনার মাঝে দুইটি সহিংস ঘটনা ঘটেছে। ধানমন্ডি ৩২ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে এক নারীকে মারধর করা হয়েছে।

একই দিনে গুলিস্তানে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক সন্দেহে মোহাম্মদ বাবু নামের এক রিকশাচালককে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দেওয়া একদল বিক্ষোভকারী গণপিটুনি দিয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনেই স্লোগান দেওয়ার কারণে ওই নারীকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, স্লোগান দেওয়ায় নারীকে হেনস্থা করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

অন্যদিকে বিকেলে গুলিস্তানে বিক্ষোভকারীরা মোহাম্মদ বাবুকে ঘিরে মারধর শুরু করে। তারা তাকে ‘আওয়ামী লীগের সমর্থক’ হিসেবে সন্দেহ করে অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে। পুলিশ উপস্থিত থাকলেও অনেকাংশেই নিষ্ক্রিয় ছিল। এক পর্যায়ে রিকশাচালককে পাশের একটি মার্কেটে নিয়ে গিয়ে পুনরায় মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশি গাড়িতে তোলা হয়, সেখানে আবারও হামলার শিকার হন তিনি। আহত মোহাম্মদ বাবুর বাড়ি বরিশালের নেহালগঞ্জে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, উভয় ঘটনার বিষয়ে তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এসব ঘটনায় রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সবার প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement