অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরছিলেন এসআই, ক্লোজড

Published : ২২:২৪, ১৯ জুলাই ২০২৫
অন্যের স্ত্রীর সঙ্গে ঘুরতে গিয়ে নারী কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ উঠেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে নগরীর বেলস পার্কে এক বিবাহিত নারীকে নিয়ে ঘুরতে দেখা যায় এসআই মাহবুব হোসেন শিমুলকে। এ সময় সেখানে উপস্থিত ওই নারীর স্বামীর সঙ্গে এসআইয়ের কথা-কাটাকাটি হয়। ঘটনাটি প্রত্যক্ষ করেন আশপাশে থাকা লোকজন এবং কেউ কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে শুক্রবার (১৮ জুলাই) রাতে এসআই মাহবুবকে ক্লোজড করা হয়।
ওসি নাজমুল নিশাত বলেন, "নারীঘটিত ঘটনায় অভিযোগ পাওয়ার পর এসআই মাহবুবকে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।" পুলিশ বিভাগে এমন ঘটনায় জনমনে প্রশ্ন ও সমালোচনার জন্ম দিয়েছে।
BD/S