পিরোজপুরের মঠবাড়িয়ায় সম্প্রতি ‘জয় বাংলা’ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার কিশোররা হলেন—মঠবাড়িয়ার পাঠাকাটা গ্রামের অলি (১৫), রাকিবুল ইসলাম (১৫) এবং মো. জুবায়ের (১৬)। স্থানীয় থানা ও সূত্র জানায়, বৃহস্পতিবার রাতের দিকে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে স্থানীয় একটি ‘বিএনপি অফিসে’ বসে তারা স্লোগান দিচ্ছিল। এই ভিডিওর পর বিক্ষুব্ধ স্থানীয়রা কিশোরদের পুলিশের হাতে তুলে দেন।
পরে, ওই এলাকার বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম অভিযোগ দায়ের করেন যে কিশোররা অফিসে অনধিকার প্রবেশ করেছে ও ভাঙচুর করেছে। মামলার পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে তারা যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়।
এক স্থানীয় বিএনপি নেতা জানান, ঘটনাস্থল মূল অফিস নয়। সেখানে একজন স্থানীয় ব্যক্তি প্রেসিডেন্ট জিয়ার ছবি টাঙিয়ে রেখেছিলেন। মহলটি সুযোগ নিলে কিশোরদের ব্যবহার করে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে, যা স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করে।
মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে অভিযুক্ত কিশোরদের সংশোধনাগারে পাঠানো হয়েছে।

































