বাড্ডায় রুমে নারী-পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার

বাড্ডায় রুমে নারী-পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩৩, ২ নভেম্বর ২০২৫

রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাড়ির তৃতীয় তলা থেকে অর্ধগলিত অবস্থায় সাইফুল (৩০) ও শাকিলা (২৮) নামে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (২ নভেম্বর) বিকেলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, উত্তর বাড্ডা পূর্বাঞ্চল দুই নম্বর লেনের একটি ভবনের তৃতীয় তলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে।

ওসি আরও বলেন, ঘটনাস্থলের তৃতীয় তলার কক্ষটির দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরে আত্মীয়দের সহযোগিতায় দরজা খুলে ভেতরে প্রবেশ করলে সাইফুল ও শাকিলার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি জানান, দুজনের মধ্যে সম্পর্ক কী ছিল, তা এখনো স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন ওসি হাবিবুর রহমান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement