রংপুরে পাওনাদারকে গাড়ী চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ
Published : ২১:৩২, ২ নভেম্বর ২০২৫
রংপুরে পাওনা টাকা পরিশোধ না করে পাওনাদারকে গাড়ী চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
জানা যায়, রংপুর মহানগরীর কোতয়ালী থানার ভগী মাস্টারপাড়ার আবুল কাশেমের পুত্র ছগির উদ্দিনের নিকট থেকে ১২ লক্ষ টাকা গ্রহণ করে একই এলাকার আব্দুস ছামাদ ও আতিকা বেগম দম্পতির পুত্র আমিনুল ইসলাম। টাকা প্রদানের কিছু দিন পর ছগির উদ্দিন টাকা ফেরৎ চাইলে উক্ত টাকা পরিশোধে নানা ধরনের তালবাহানা শুরু করে আমিনুল ইসলাম।
পরবতীর্তে বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদেরকে জানালে আমিনুল ইসলাম গত এপ্রিল মাসের ১৬ তারিখে ঢাকা ব্যাংকের একটি চেকে ১২ লক্ষ টাকা লেখে ছগির উদ্দিনকে প্রদান করেন। উক্ত চেকটি ঢাকা ব্যাংকে জমা দেওয়ার পর ছগির উদ্দিন জানতে পারে আমিনুল ইসলামের ব্যাংক একাউন্টে কোন টাকা নাই।
ব্যাংক একাউন্টে টাকা না থাকার বিষয়টি আমিনুল ইসলামকে জানানো হলে তিনি ক্ষিপ্ত হয়ে গত অক্টোবর মাসের ২৩ তারিখ বিকাল সাড়ে ৫টার দিকে মহানগরীর জব্বাটারী সোঠাপীর মাজারের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় ছগির উদ্দিনকে গাড়ী চাপা দিয়ে হত্যা করা চেষ্টা করে আমিনুল ইসলাম। ছগির উদ্দিন নিজেকে বাঁচানো জন্য দ্রুত সরে গেলে গাড়ীর চাকা তার ডান পায়ের উপরে উঠলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এসময় আমিনুল ইসলাম দ্রুত পালিয়ে যায়। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছগির উদ্দিন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, ছগির উদ্দিনের নিকট থেকে গ্রহণ করা টাকা পরিশোধ না করে আত্মসাৎ করেছে। যাতে টাকা প্রদান করা না লাগে সেজন্য তার প্রাণ নাশের পায়তারা করছে।
বিডি/এএন
































