ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে বলে জানা গেছে। এতে শাখার ভেতরের আসবাবপত্র, নথিপত্র ও বেশ কিছু গুরুত্বপূর্ণ দলিলপত্র পুড়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার চান্দুরা এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন জানিয়েছেন, রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি বাইরে থেকে ব্যাংকের কক্ষের ভেতর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই শাখার নাইটগার্ড ধোঁয়া ও আগুন টের পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।
স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে। তিনি আরও জানান, ঘটনায় প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর না থাকলেও মূল্যবান কিছু নথি নষ্ট হয়েছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হবে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে সোমবার (১০ নভেম্বর) ভোররাতে রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায়ও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরপর দুই দিনে গ্রামীণ ব্যাংককে লক্ষ্য করে এমন ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
































