নারায়ণগঞ্জে রাতের অন্ধকারে সিএনজিতে আগুন দিলো দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জে রাতের অন্ধকারে সিএনজিতে আগুন দিলো দুর্বৃত্তরা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:২৭, ১৩ নভেম্বর ২০২৫

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালজুঁড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলায় একটি সিএনজিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে এই ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, সিএনজিটি রাস্তার পাশে পার্ক করে রাখা ছিল। এ সময় একটি মোটরসাইকেলে করে আসা দুই যুবক হঠাৎ সিএনজিতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে একটি সিএনজিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের জন্য পুলিশের একটি বিশেষ দল মাঠে কাজ শুরু করেছে। ঘটনাটির পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য ছিল কি না তাও যাচাই করা হচ্ছে।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement