দৌলতদিয়ায় যৌন উত্তেজক ওষুধে প্রাণ গেল এক যুবকের

দৌলতদিয়ায় যৌন উত্তেজক ওষুধে প্রাণ গেল এক যুবকের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৫৫, ১৩ নভেম্বর ২০২৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে যৌন উত্তেজক ওষুধ সেবনের পর বিপ্লব ঘরামী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে যৌনপল্লীর অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

নিহত বিপ্লব ঘরামী মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত হারেস উল্লাহ ঘরামীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব ঘরামী পল্লীর একটি ঘরে প্রবেশ করে যৌন উত্তেজক ওষুধ গ্রহণ করেন। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথে দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিপ্লব ঘরামী দেশি মদের সঙ্গে অতিরিক্ত পরিমাণে যৌন উত্তেজক ওষুধ সেবন করেছিলেন, যার ফলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, অতিরিক্ত যৌন উত্তেজক ট্যাবলেট সেবনের কারণে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে। পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তিনি পূর্ব থেকেই হৃদরোগে ভুগছিলেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement