আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৬ নভেম্বর রোববার আরও ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এবং তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দিনব্যাপী এই আলোচনা দুটি পৃথক সেশনে আয়োজন করা হয়েছে।
প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এ অধিবেশনে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন।
দ্বিতীয় পর্বটি শুরু হবে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময় বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা সংলাপে অংশ নেবেন।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার এজেন্ডায় চূড়ান্তভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে— তফশিল ঘোষণার আগে রাজনৈতিক দল ও প্রার্থীদের করণীয় নির্ধারণ, তফশিল পরবর্তী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা, আচরণবিধি অনুযায়ী দলের সঙ্গে কমিশনের অঙ্গীকারনামা স্বাক্ষর এবং রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে প্রার্থীদের অঙ্গীকারনামা সম্পাদন।
এ ছাড়াও নির্বাচনী এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা, ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ, নির্বাচনী প্রক্রিয়ায় এআই-এর অপব্যবহার রোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা—এসবই আলোচনার অন্যতম বিষয় হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে লিঙ্গ, ধর্ম, বর্ণ ইত্যাদি নিয়ে কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ না করা এবং ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিস্তারিত মতবিনিময় করবে নির্বাচন কমিশন।




























