বাংলাদেশ সীমান্ত থেকে বিএসএফ এর ছাগল চুরি, এরপর যা ঘটলো

বাংলাদেশ সীমান্ত থেকে বিএসএফ এর ছাগল চুরি, এরপর যা ঘটলো ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:৪৪, ৬ ডিসেম্বর ২০২৫

সীমান্তসংলগ্ন এলাকায় ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থানরত ভারতীয় বিএসএফ সদস্যরা একটি ছাগল নিয়ে যাচ্ছে—এমন দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছেন কয়েকজন যুবক। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হতে থাকে এবং নানাভাবে প্রতিক্রিয়া জানাতে থাকেন মানুষ।

ঝাপসা ভিডিও ফুটেজে দেখা যায়, ছাগলটিকে ধীরে ধীরে সীমান্তের ওপারে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিও ধারণকারী ব্যক্তি পেছন থেকে বলতে শোনা যায়, “আমাদের ছাগলটা এভাবে নিয়ে যাচ্ছে।”

স্থানীয় এক বাসিন্দা জানান, ঘটনাটি তারা নিজেদের চোখে দেখেছেন। তাঁর ভাষায়, ভিডিওটি দেখার পর সবাই ক্ষুব্ধ হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকে, যা স্থানীয়দের উদ্বেগ বাড়িয়ে দেয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement