অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের শিক্ষাক্ষেত্রে প্রকৃত মনোযোগ দিতে হবে। তিনি রোববার (৭ ডিসেম্বর) নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া উচ্চবিদ্যালয়ে এক মতবিনিময় সভায় বলেন,
বিদেশে যেখানেই যাই না কেন, দেখা যায় বাংলাদেশিরা বিভিন্ন পেশায় নিযুক্ত থাকলেও তারা সাধারণত কম বেতনে কাজ করছেন। তিনি মনে করেন, এটি আমাদের শিক্ষার ও প্রশিক্ষণের অভাব এবং রাষ্ট্র ব্যবস্থার দুর্বলতারই ফল।
তিনি আরও উল্লেখ করেন, অনেক দেশের নাগরিক একই কাজের জন্য বেশি পারিশ্রমিক পান, কারণ তারা সরাসরি পরীক্ষার মাধ্যমে চাকরি অর্জন করেন।
কিন্তু আমাদের দেশের মানুষ যথেষ্ট প্রশিক্ষণ ও শিক্ষার অভাবে সেই সুযোগ পান না। তাছাড়া ভাষাগত বাধাও বড় চ্যালেঞ্জ, যেমন জাপানি ভাষার এনফোর লেভেল অর্জন করতে প্রায় ছয় মাস লাগে। এ ধরনের দক্ষতা অর্জন করলে বিদেশে উচ্চমানের কাজের সুযোগ আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, বাংলাদেশের জনশক্তি যথেষ্ট আছে, তবে সেটিকে পূর্ণ দক্ষতা অর্জনের মাধ্যমে উপযুক্তভাবে কাজে লাগাতে হবে। এই আলোচনায় নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।































