গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

গোপালগঞ্জে জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৯, ৭ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার নবগঠিত কমিটি নিয়ে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে।

কমিটি ঘোষণার মাত্র ছয় দিনের মাথায় সংগঠনটির নয়জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন, যা স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে পিড়ারবাড়ি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা প্রকাশ্যে জানিয়ে দেন যে তারা সকল পদ ও সংগঠনের কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন।

পদত্যাগকারী নেতারা হলেন—ওই ওয়ার্ডের সভাপতি বিপ্লব মল্লিক (ঝন্টু), সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী এবং শিশির মল্লিক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি বিপ্লব মল্লিক, যেখানে তিনি জানান যে পারিবারিক ও সামাজিক কারণে তারা সংগঠনটির সঙ্গে আর সম্পৃক্ত থাকতে চান না।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, সম্প্রতি কমিটি গঠন করা হয়েছিল, তবে এসব নেতাকর্মী সত্যিই পদত্যাগ করেছেন কি না সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

উল্লেখ্য, ১লা ডিসেম্বর রাতে সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পিড়ারবাড়ি পূর্বপাড় মৎস্য আড়তে আয়োজিত মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা দেন স্থানীয় নেতারা।

সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক নারায়ণ চন্দ্র হালদার, প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ ও ইউনিয়ন তত্ত্বাবধায়ক মো. মহিববুল্লাহ। উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াত সভাপতি মো. মিলন ফরাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

এই কমিটি ঘোষণার এক সপ্তাহও না যেতেই নয় নেতার পদত্যাগ স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement