সালমানের মৃত্যুর দিনে শাবনূরকে যেতে দেননি ডলি জহুর

সালমানের মৃত্যুর দিনে শাবনূরকে যেতে দেননি ডলি জহুর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫৩, ১ নভেম্বর ২০২৫

সালমান শাহর মৃত্যুর পর শাবনূর কেন তাকে শেষবারের মতো দেখতে যাননি, এই প্রশ্নটি বহু বছর ধরে ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে।

বিষয়টি নিয়ে নানা সময়ে নানা ব্যাখ্যা দিলেও সঠিক কারণ অনেকের কাছেই অজানা রয়ে গেছে। অবশেষে এই রহস্যের খানিকটা উন্মোচন করলেন জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর।

এক সাক্ষাৎকারে ডলি জহুর জানিয়েছেন, সালমানের মৃত্যুর খবর তিনি প্রথম জানতে পারেন শাবনূরের বাসাতেই। সেদিন তিনি ছিলেন শাবনূরের বাড়িতে। সেখানে হঠাৎ এক ফোন কল আসে, আর সেই কল থেকেই জানা যায় সালমান শাহ মারা গেছেন।

ডলি জহুর বলেন, “সেদিন আমরা যারা শুটিং করছিলাম, সবারই স্কিন অ্যালার্জি হয়েছিল। শাবনূরেরটা সবচেয়ে খারাপ ছিল, কারণ তার গলার কাছেও মেকআপ দিতে হয়। তাই সে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে গিয়েছিল এবং কয়েক দিন আগে ফিরে এসেছিল। আমি সেদিন ভাবলাম, ওর প্রেসক্রিপশনটা দেখি। তাই রিকশা নিয়ে ওদের বাসায় গেলাম।”

তিনি আরও জানান, সেখানে বসে থাকার সময় এক ফোন আসে। শাবনূর নিজে ফোন না ধরে তাকে ধরতে বলে। ডলি বলেন, “ও আমাকে ‘আন্টুস’ বলে ডাকে। আমি ফোন ধরতেই ওপাশ থেকে কেউ জিজ্ঞেস করল, ‘কে ভাবি নাকি?’ আমি চিনে ফেললাম, পরিচালক মণ্ডল ভাই। তিনি বললেন, সালমানকে নাকি হলি ফ্যামিলিতে নিয়ে আসছে, দুর্ঘটনা ঘটেছে।”

এর কিছুক্ষণ পরই আবার ফোন আসে, এবার দিলু ভাইয়ের কাছ থেকে। তিনি জানান, “খবর ভালো না, হলি ফ্যামিলিতে রাখেনি, ঢাকা মেডিকেলে নিচ্ছে।” এই কথা শোনার পর থেকেই শাবনূর ভীষণ নার্ভাস হয়ে পড়েন। চিৎকার করে কাঁদতে থাকেন, বারবার বলেন, “আন্টুস, যেতে হবে, এখনই যেতে হবে।”

ডলি জহুর বলেন, “আমার হাত কাঁপছিল, মাথা ঘুরছিল। ওর চিৎকার, কান্না দেখে আমি বোঝাতে পারছিলাম না কী করব। এরপর শাহ আলম কিরণ ফোন দেয়, একটু পরই আরেকজন জানায়—‘ও নাই’। তখন শাবনূর ভেঙে পড়ে, কান্নায় পাগল হয়ে যায়।”

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন নির্মাতা এহতেশাম ফোন করে ডলিকে শাবনূরকে বাসা থেকে বের হতে নিষেধ করেন। ডলি বলেন, “দাদু (এহতেশাম) ফোন করে বললেন, নূপুরকে (শাবনূর) বের হতে দিও না, ওর মা বাসায় নেই, ও এখন অনেক ভেঙে পড়েছে। আমি সারাদিন ওর সঙ্গে ছিলাম, রাত ১২টা পর্যন্ত সামলেছি।”

এভাবেই সালমান শাহর মৃত্যুর দিনটির ভয়াবহ মানসিক পরিস্থিতি তুলে ধরেন ডলি জহুর। সেই দিন থেকে শুরু হয় শাবনূরের মানসিক বিপর্যয়—যা তাকে দীর্ঘ সময় আড়ালে থাকতে বাধ্য করেছিল।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement