বলিউডের দুই জনপ্রিয় তারকা কাজল ও টুইঙ্কল খন্নার উপস্থাপনায় চলমান আলোচিত টকশো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’ এখন শেষ পর্বে এসে আরও বেশি আলোচনার জন্ম দিয়েছে।
কারণ, এই ফিনালে পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন বর্তমান সময়ের দুই প্রিয় মুখ ভিকি কৌশল ও কৃতী স্যানন। ইতোমধ্যেই এপিসোডটি ঘিরে দর্শক-ভক্তদের আগ্রহ তুঙ্গে, বিশেষ করে কাজলের একটি সাহসী মন্তব্য নিয়ে।
শো-এর এক পর্যায়ে “বিয়ের কি মেয়াদ থাকা উচিত?”— এমন একটি প্রশ্নে শুরু হয় বিতর্ক। উপস্থাপিকা টুইঙ্কল এই প্রশ্নটি রাখতেই অতিথিদের মধ্যে মতভেদ দেখা দেয়। কৃতী, ভিকি ও টুইঙ্কল একসঙ্গে এই ধারণার বিপক্ষে থাকলেও, কাজল সাহসের সঙ্গে ‘সমর্থনে’ নিজের অবস্থান জানান। তিনি বলেন, “আমি সত্যিই মনে করি বিয়ের একটা মেয়াদ থাকা উচিত। কেউ তো জানে না, আপনি সঠিক সময়ে সঠিক মানুষের সঙ্গে বিয়ে করছেন কিনা। যদি মেয়াদ শেষ হলে নতুন করে শুরু করার সুযোগ থাকে, তাহলে কেউ দীর্ঘদিন অখুশি থাকবে না।”
এ সময় টুইঙ্কল হাস্যরস করে বলেন, “এটা তো বিয়ে, কোনো ওয়াশিং মেশিন না!”— যা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন। কিন্তু কাজল দৃঢ়ভাবে নিজের অবস্থান ধরে রাখেন।
পরে আসে আরেকটি প্রশ্ন— “টাকা কি সুখ কিনতে পারে?” এবার টুইঙ্কল ও ভিকি একমত হন যে, টাকায় অনেক সুখ পাওয়া সম্ভব। কিন্তু কাজল দ্বিমত পোষণ করে বলেন, “যতই টাকা থাকুক, তা সুখের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। অনেক সময় টাকা মানুষকে আসল সুখ থেকে দূরে সরিয়ে দেয়।” কৃতী এখানে কিছুটা মাঝামাঝি অবস্থানে থেকে বলেন, “সুখ পেতে কিছুটা টাকার প্রয়োজন, তবে সেটাই সব নয়।”
এই ফিনালে পর্বে বন্ধুত্ব ও সম্পর্ক নিয়েও বেশ মজার আলোচনা হয়। প্রশ্ন করা হয়, “সেরা বন্ধুর প্রাক্তন প্রেমিকের সঙ্গে ডেট করা কি ঠিক?”— টুইঙ্কল জবাব দেন, “আমার কাছে বন্ধুত্ব সবসময় পুরুষদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ছেলেকে তো কোথাও না কোথাও পাওয়া যাবে।” এরপর টুইঙ্কল মজা করে কাজলের দিকে তাকিয়ে বলেন, “আমরা তো এক এক্স শেয়ার করি, কিন্তু সেটা বলতে পারব না।” এতে কাজল হেসে বলেন, “চুপ করো, টুইঙ্কল! অনুরোধ করছি।”— আর সঙ্গে সঙ্গে সেটে শুরু হয় হাসির রোল।
উল্লেখ্য, এটি প্রথমবার নয় যে, এই শো-তে বিতর্কিত বিষয় উঠে এসেছে। এর আগের এক পর্বে, যেখানে অতিথি ছিলেন জানভী কাপূর ও করণ জোহর, সেখানে প্রশ্ন তোলা হয়েছিল— “ইমোশনাল অ্যাফেয়ার কি শারীরিক অ্যাফেয়ারের চেয়ে বেশি ক্ষতিকর?” করণ, কাজল ও টুইঙ্কল একই মত পোষণ করলেও জানভী তখন একাই বিপরীত অবস্থান নেন এবং বলেন, “যখন এমন কিছু ঘটে, তখন সম্পর্ক আসলেই শেষ হয়ে যায়।”
সবশেষে, বহু প্রতীক্ষিত এই ফিনালে পর্বটি আগামী বৃহস্পতিবার থেকে প্রাইম ভিডিওতে দেখা যাবে, যা ভক্তদের কাছে হতে যাচ্ছে এক রোমাঞ্চকর ও বিতর্কে ভরা সমাপনী আয়োজন।

































