সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কেশবপুর উচ্চবিদ্যালয়ে এক প্রধান শিক্ষকের নৃশংস আচরণে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। অভিযোগ উঠেছে—এক ছাত্রীকে তিনি ডাস্টার দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছেন।
ক্লাসরুমের ভেতরের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই ঘটনাটি তীব্র সমালোচনার জন্ম দেয়, এবং ক্ষোভ প্রকাশ করেন অনেকেই, যার মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণিও।
পরীমণি নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে লেখেন, “কত বড় বিকৃত মানসিকতার লোক! এমন মানুষ শিক্ষক হয় কীভাবে?”—এই মন্তব্যটি মুহূর্তেই নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে।
প্রকাশিত ফুটেজে দেখা যায়, ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীরা একটু বিশৃঙ্খলা করছিলেন। হঠাৎ প্রধান শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করে সবাইকে শাসন করতে থাকেন। কিছু শিক্ষার্থীকে কান ধরে দাঁড় করানো হয়। এমন সময় সামনের সারিতে বসা এক ছাত্রীকে তিনি হঠাৎ ডাস্টার দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে রক্তপাত শুরু হয়। তারপরও শিক্ষক তাকে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেন। এমনকি পরে আরেক শিক্ষার্থীকে দিয়ে ক্লাসের মেঝেতে রক্ত মুছে ফেলানো হয়।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিকমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে লিখেছেন, “এমন শিক্ষক সমাজের কলঙ্ক”, “মেয়েদের ওপর এভাবে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” অনেকে অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেছেন, “এমন আচরণ একজন শিক্ষকের কাছ থেকে অকল্পনীয়, তাই দ্রুত বিচার হওয়া উচিত।”
একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এটা আর শিক্ষা নয়, বর্বরতা। কোমলমতি শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণের বিচার এখনই হওয়া দরকার।” অন্য একজন লিখেছেন, “এই ধরনের শিক্ষকরা সমাজের জন্য হুমকি, প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেয়া।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও শিক্ষা বিভাগও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

































