তানজিন তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি জিডি

তানজিন তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি জিডি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:৩৮, ১৩ নভেম্বর ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও নতুন বিতর্কের মুখে। কিছুদিন আগে এক নারী উদ্যোক্তার প্রতারণার অভিযোগে মামলা থাকা সত্ত্বেও এবার অভিনেত্রীর বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠেছে।

রাজধানীর গুলশান থানায় তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। জিডি নম্বর ৯৮৫, তারিখ ১২ নভেম্বর ২০২৫।

জিডিতে সানায়া উল্লেখ করেছেন, ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে তানজিন নাহার তিশা তার কাছ থেকে ৭৫ হাজার টাকার একটি শাড়ি প্রোগ্রামে পরার জন্য নিয়েছিলেন। পরদিন সেই শাড়ি ফেরত দেওয়ার কথা থাকলেও এখনো তা ফেরত দেননি। শাড়ি ফেরত দেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিশা তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন, মামলার হুমকি দিয়েছেন এবং প্রাণনাশের ভয় দেখিয়েছেন।

সানায়া আরও বলেন, ‘তিশা আগেও আমার কাছ থেকে কিছু পোশাক নিয়েছেন, কিন্তু সব সময় ফেরত পেতে অনুরোধ করতে হয়েছে। এবার ৭৫ হাজার টাকার শাড়ি ফেরত না দিয়ে উল্টো হুমকি দিচ্ছেন। এখন আমার নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে।’

তিনি জানান, ‘তিশা আমাকে ডিবিতে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন এবং মানসম্মান নষ্ট করার ভয় দেখিয়েছেন। এই সমস্ত ঘটনার প্রমাণ আমার কাছে রয়েছে। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হয়েছে।’

তানজিন তিশা এই অভিযোগ সম্পর্কে জানার পর হাসেন এবং বলেছেন, ‘আমার বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করছে। আমি বিষয়টি বোঝার চেষ্টা করছি। সব তথ্য জেনে তারপর স্পষ্টভাবে বলতে পারব।’

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement