ভারতে ব্লক জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র

ভারতে ব্লক জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:১৭, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার অজুহাত দেখিয়ে ভারতের ভেতর থেকে দেখা যাচ্ছে না বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রটি। ‘৩৬ জুলাই : রাষ্ট্র বনাম নাগরিক’ শিরোনামের এ প্রামাণ্যচিত্রটি গত আগস্টে প্রথমে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় এবং পরে ইউটিউবে প্রকাশ করা হয়।

চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভারতের প্রামাণ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার। তিনি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-কে জানান, ইউটিউবে ভিডিওটি আপলোডের সময় একটি গানের কপিরাইট নিয়ে সমস্যা হয়েছিল, তবে সেটি সেপ্টেম্বরে সমাধান হয়। এরপর বাংলাদেশে এটি অনায়াসে দেখা যাচ্ছিল। “বাংলাদেশ থেকে এক বন্ধু লিংক পাঠালেন, আমি দেখতে গেলাম—কিন্তু ভারতে গিয়ে দেখি ব্লক করে দেওয়া হয়েছে,” বলেন দস্তিদার।

এই প্রামাণ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছেন বদরুদ্দিন ওমর, তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, তাজউদ্দিনের মেয়ে শারমীন আহমেদ, মেঘমল্লার বসু এবং উমামা ফাতেমা।

চলচ্চিত্রটির গবেষণা ও চিত্রনাট্য করেছেন শাহেদ শুভ এবং ক্যামেরায় ছিলেন লুতফর রহমান।

পরিচালক দস্তিদারের ভাষ্য, বাংলাদেশের গণঅভ্যুত্থানকে তিনি সরলভাবে তুলে ধরেছেন—যা প্রত্যক্ষদর্শীরা বলেছেন, সেটিই দেখানো হয়েছে। “কিন্তু তাতে ভারতের নিরাপত্তার জন্য কোনো হুমকি ছিল না,” দাবি তার।

তিনি আরও বিস্ময় প্রকাশ করে বলেন, ভারতে যেখানে ‘বেঙ্গল ফাইলস’-এর মতো বিতর্কিত সিনেমা রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে প্রদর্শন করা হচ্ছে, সেখানে তার প্রামাণ্যচিত্র ব্লক করে দেওয়া সত্যিই অবাক করার মতো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement