নিউ ইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

নিউ ইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১৮, ১ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের প্রভাব এবার পৌঁছেছে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তায়। আগামী শনিবার (১ নভেম্বর) থেকে খাদ্য সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করেছেন অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল।

এই পরিস্থিতি মোকাবিলায় তিনি ঘোষণা দিয়েছেন ৬ কোটি ৫০ লাখ ডলার জরুরি তহবিল বরাদ্দের, যাতে নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ নিশ্চিত করা যায়।

মার্কিন গণমাধ্যম আইউইটনেস নিউজ জানায়, তহবিল ছাড়াও গভর্নর হোকুল বিভিন্ন ফুড ব্যাংকে সহায়তা দেওয়ার জন্য নতুন স্বেচ্ছাসেবক দল নিয়োগের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, জরুরি অবস্থার সময় অঙ্গরাজ্যের প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের জন্য সকাল ও দুপুরের খাবার সরবরাহ করা হবে।

খাদ্য সহায়তা বন্ধের সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে গভর্নর হোকুল বলেন, “ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৩০ লাখ নিউ ইয়র্কারের খাদ্য সহায়তা বন্ধ হয়ে যাবে। এতে শুধু পরিবার নয়, কৃষক, ব্যবসায়ী ও দোকান মালিকরাও ক্ষতিগ্রস্ত হবেন। মানুষ যখন টেবিলে খাবার তুলতে পারবে না, তখন আমি ওয়াশিংটনের রিপাবলিকানদের মতো চুপ করে বসে থাকতে পারি না।”

অন্যদিকে, নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেন, “জরুরি খাদ্য পরিস্থিতিতে শহর পর্যায়ে আমরা মাত্র ১ দশমিক ৫ কোটি ডলারের সহায়তা দিতে পারব, যা গভর্নরের ঘোষিত বরাদ্দের তুলনায় অনেক কম।”

এদিকে, গভর্নরের ঘোষণার পর নিউ ইয়র্কজুড়ে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দাতব্য সংস্থা নতুন করে খাদ্য বিতরণ কার্যক্রম সাজিয়ে নিচ্ছে, যাতে কোনো পরিবার ক্ষুধার্ত না থাকে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement