তরুণ প্রজন্মকে হানিফ সংকেতের অভিনন্দন 

তরুণ প্রজন্মকে হানিফ সংকেতের অভিনন্দন 

বিনোদন ডেস্ক:

Published : ১৪:৫০, ৬ আগস্ট ২০২৪

শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে শেখ হাসিনার সরকারের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটেছে। ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন দেশের তারকা থেকে শুরু করে সাধারণ জনগণ।

এদিকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। 

তিনি বলেন, এই তরুণ প্রজন্মকে অভিনন্দন জানাই। যাদের প্রাণের বিনিময়ে আমাদের বিজয় হলো, তাদের আত্মার শান্তি কামনা করি এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।

’৫২, ’৬৯ ও ’৯০-এর মতো ’২৪ সালেও গণআন্দোলনেও নেতৃত্বে ছিল ছাত্ররা। কখনোই ছাত্রদের আন্দোলন পরাজিত হয়নি। এবারও ছাত্ররা সেটা প্রমাণ করে দেখিয়েছে।

তিনি আরও বলেন, এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। একটি গণতান্ত্রিক সরকার দেখতে চাই যা হবে নিরপেক্ষ দুর্নীতিমুক্ত। যাদের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাব।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement