জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল

জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল

The Business Daily

Published : ২০:৪৩, ১৯ জুলাই ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় তিনি সেখানে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেল ৫টার কিছু পর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। 

বক্তব্যের শুরুতে তিনি পড়ে যান, কিছু সময় পরে উঠে দাঁড়ান। নেতাকর্মীরা তাকে ধরে রাখেন এবং মাথায় বাতাস দেন। পরে তিনি আবার বক্তব্য শুরু করলেও কয়েক মুহূর্তের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়েন এবং বুক চেপে ধরে বসে যান।

বসে থেকেই বক্তব্য শেষ করেন তিনি। সেখানে উপস্থিত কর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, “আল্লাহ যতক্ষণ হায়াত দিয়েছেন, তার এক মিনিটও বেশি কেউ থাকতে পারবে না। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।'

” তিনি শহীদি মৃত্যুর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, “আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ।

S

শেয়ার করুনঃ
Advertisement