জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চে পুলিশি বাধা

জাতীয়করণের দাবিতে ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চে পুলিশি বাধা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১৪, ২ নভেম্বর ২০২৫

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের যমুনা অভিমুখে লংমার্চ শুরু করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে।

রোববার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু করার পরপরই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

দাবি আদায়ে টানা ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা। অবশেষে তারা যখন যমুনার উদ্দেশ্যে লংমার্চে নামেন, তখনই বাধা দেওয়া হয় বলে জানিয়েছেন উপস্থিত শিক্ষকরা।

শিক্ষকদের অভিযোগ, সরকার দীর্ঘদিন ধরে দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষককে অবহেলা করে আসছে। তারা বলেন, জাতীয়করণের দাবি বাস্তবায়নের মধ্য দিয়েই সরকারের দায়িত্ব শেষ নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার।

তারা আরও জানান, আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা না এলে তারা আন্দোলন আরও বেগবান করবেন। একইসঙ্গে সরকারের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত ঘোষণা দিয়ে শিক্ষকদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়।

শিক্ষকরা বলেন, “আমরা কারও দয়া চাই না, আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরব।”

এ সময় জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও প্রেসক্লাবের সামনে এসে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান।

শিক্ষক নেতাদের মতে, এটি শুধু ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন নয়, এটি দেশের প্রাথমিক ধর্মীয় শিক্ষাব্যবস্থার প্রতি ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনও বটে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement