নতুন বেতন কাঠামো নিয়ে ফের কথা বললেন অর্থ উপদেষ্টা

নতুন বেতন কাঠামো নিয়ে ফের কথা বললেন অর্থ উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৫৩, ১২ নভেম্বর ২০২৫

বর্তমান সময়ে দেশের সবস্তরের আলোচনায় উঠে এসেছে নতুন জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেলের বিষয়টি। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে। এ প্রেক্ষাপটে আবারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, নতুন পে কমিশন গঠনের জন্য ইতোমধ্যে একটি বিশেষ কমিশন কাজ করছে। এ কমিশনের কাছ থেকে তিনটি পৃথক রিপোর্ট পাওয়া গেলে সেগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও জানান, বর্তমান সরকার মূলত একটি কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার বাস্তবায়নের দায়িত্ব নেবে।

এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “গত আট বছরে পে-স্কেল সংশোধন নিয়ে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমরা এই উদ্যোগ নিয়েছি। তবে বিষয়টি শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন নয়, বরং সামগ্রিক বাজেটের ভারসাম্য ও অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায় রাখতে হবে। তাই পরবর্তী সরকার এটি বাস্তবায়ন করবে—এটাই স্বাভাবিক।”

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা নিয়ে তিনি বলেন, রোজার আগে তেল ও চিনি আমদানি করে বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ ছাড়া নির্বাচন ঘিরে নিরাপত্তা ও পর্যবেক্ষণ কার্যক্রমে আধুনিক সরঞ্জাম ব্যবহারের কথাও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও পর্যবেক্ষণের জন্য ৪০ হাজার ‘বডি অন ক্যামেরা’ কেনার প্রস্তাব আলোচনা হয়েছে। এটি ইউএনডিপি বা অন্য কোনো সংস্থার মাধ্যমে কেনা হবে কি না, তা পরবর্তী বৈঠকে নির্ধারণ করা হবে।

ড. সালেহউদ্দিন আরও জানান, দেশের বিভিন্ন বন্দরে বহু পুরোনো গাড়ি পড়ে আছে, যেগুলো এখন অকেজো অবস্থায়। এসব গাড়ি স্ক্র্যাপ করে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে, কারণ বিদেশে রপ্তানি করলে তা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সবশেষে তিনি জানান, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকারও কিছুটা কমানোর পরিকল্পনা রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement