১০ মাসে বাংলাদেশে নতুন ১.৩৬ লাখ রোহিঙ্গা প্রবেশ

১০ মাসে বাংলাদেশে নতুন ১.৩৬ লাখ রোহিঙ্গা প্রবেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১২, ১২ নভেম্বর ২০২৫

গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত মাত্র ১০ মাসের মধ্যে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে আরও ১ লাখ ৩৬ হাজার ৬৪০ রোহিঙ্গা। বুধবার (১২ নভেম্বর) এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত নতুনভাবে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৬৪০ জন। এর আগে সেপ্টেম্বর পর্যন্ত সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজার ৬৫১ জন, অর্থাৎ এক মাসে নতুনভাবে আরও ২ হাজার ৯৮৯ জন রোহিঙ্গাকে নিবন্ধন করা হয়েছে।

এছাড়া, ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মোট নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৬৮ হাজার ৩৯৮ জন। ইউএনএইচসিআর জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান লক্ষ্যভিত্তিক সহিংসতা ও নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

এর ফলে রোহিঙ্গারা নিরাপত্তার খোঁজে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন। ২০২৪ সালের শেষের দিকে নতুন আগতদের জন্য ক্যাম্পগুলোতে প্রবাহ বৃদ্ধি পায় এবং তাদের বায়োমেট্রিক সনাক্তকরণ করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে প্রায় ৭৮ শতাংশই নারী ও শিশু।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement