রাজধানীতে চলমান সহিংসতা ও আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের ঘটনাবলীর প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় জানানো হয়, ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিল আজ সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
ঘোষণায় জানানো হয়, সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে নাগরিকদের ঐক্যবদ্ধ করতে এই প্রতিবাদ মিছিল আয়োজন করা হচ্ছে। কর্মসূচিতে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের পাশাপাশি ছাত্র, যুব, শ্রমিক ও নারী ইউনিটসহ সব অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
দলটি মনে করছে, অগ্নিসন্ত্রাস ও সহিংস রাজনীতির মাধ্যমে জনগণকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্রের পরিপন্থী। তাই শান্তিপূর্ণভাবে প্রতিবাদের মাধ্যমে জনগণের পাশে থাকার বার্তা দিতে চায় এনসিপি।
দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে, এই মিছিলের মাধ্যমে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি এবং সহিংসতা বন্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানানো হবে।































