ট্রাইব্যুনালে নিরাপত্তা বাড়াতে সুপ্রিম কোর্টের সেনা চিঠি

ট্রাইব্যুনালে নিরাপত্তা বাড়াতে সুপ্রিম কোর্টের সেনা চিঠি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:০৩, ১২ নভেম্বর ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণার দিন নির্ধারিত হয়েছে।

এই রায়ের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস সেনা সদর দপ্তরে চিঠি প্রেরণ করেছে।

সুপ্রীম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২৪ জুলাই থেকে আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের ক্ষেত্রে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ রায়কে কেন্দ্র করে সরকারি নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’ ঘিরে রাজধানীতে গত কয়েকদিন ধরে অস্থিতিশীল পরিস্থিতি লক্ষ্য করা গেছে। নিরাপত্তা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনে অবস্থান নিয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement