বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়ার ঘোষণা তথ্য উপদেষ্টার

বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়ার ঘোষণা তথ্য উপদেষ্টার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৩২, ১৩ নভেম্বর ২০২৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম জানিয়েছেন, সরকার ধারাবাহিক প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)কে স্বায়ত্তশাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার ভাষায়, “এখন থেকে বিটিভি হবে সবার—সব দলের, সব মানুষের।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি ২০২৫’ প্রতিযোগিতার বিজয়ী শিশুশিল্পীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিটিভির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মাহফুজ আলম বলেন, “আমরা চাই বিটিভি যেন সত্যিকার অর্থে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও জনগণের প্রতিনিধিত্ব করে। কোনো রাজনৈতিক দলের স্বার্থে নয়, বরং এটি হবে জাতির সাধারণ মানুষের কণ্ঠস্বর। এই লক্ষ্যেই বিটিভিকে নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে।”

তিনি আরও জানান, বিটিভিতে শিগগিরই নতুন নতুন রিয়েলিটি শো এবং ভিন্ন বয়স ও পটভূমির প্রতিযোগীদের নিয়ে নতুন অনুষ্ঠান যুক্ত করা হবে। “আমরা চাই বিটিভি এমন একটি মাধ্যম হিসেবে গড়ে উঠুক, যেখানে সবাই নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাবে,” বলেন তিনি।

অনুষ্ঠানে বিজয়ী শিশুশিল্পীদের অভিনন্দন জানিয়ে উপদেষ্টা বলেন, “‘নতুন কুঁড়ি’ কেবল একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রজন্মের জন্য এক সৃজনশীল দিগন্ত। এই কুঁড়িরাই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবে—নিজেদের প্রতিভা, শ্রম ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে।”

তিনি নতুন কুঁড়িদের সৃজনশীলতা ও উদ্যম ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, “তাদের প্রতিটি সাফল্য আমাদের সংস্কৃতি, সমাজ ও সভ্যতার অগ্রযাত্রার প্রতীক।”

পুরস্কার প্রদান অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, সচিব, গণমাধ্যমকর্মী এবং বিজয়ী শিল্পী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement