প্রধান উপদেষ্টার নতুন সহকারী আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার নতুন সহকারী আলী রীয়াজ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৪, ১৩ নভেম্বর ২০২৫

সদ্য মেয়াদ শেষ হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস অধ্যাপক আলী রীয়াজকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকালে অধ্যাপক রীয়াজ উপদেষ্টার পদমর্যাদা অনুযায়ী বেতন, ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ভোগ করবেন।

অধ্যাপক আলী রীয়াজ দীর্ঘদিন ধরে রাজনীতি, শাসনব্যবস্থা ও গণতন্ত্র বিষয়ে গবেষণার সঙ্গে যুক্ত। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে গত ফেব্রুয়ারিতে তাকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

রাজনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ এই গবেষক ও নীতি-পরামর্শকের দায়িত্ব পাওয়া সরকারের সংস্কারধারার প্রতি নতুন আস্থার ইঙ্গিত বহন করছে।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement