প্রবাসীদের জন্য ইসির জরুরি নির্দেশনা

প্রবাসীদের জন্য ইসির জরুরি নির্দেশনা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৬, ৬ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা প্রদান অত্যন্ত জরুরি—এমন আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি জানিয়েছে, ঠিকানায় ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পেপার পৌঁছে দেওয়া সম্ভব হবে না।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে কমিশনের পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় প্রবাসীদের এই সতর্কতা দেওয়া হয়।

বার্তায় প্রবাসী ভোটারদের উদ্দেশে বলা হয়েছে, পোস্টাল ব্যালট পাওয়ার জন্য অ্যাপে নিবন্ধনের সময় আপনার বসবাসের দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা যুক্ত করুন। প্রয়োজনে কর্মস্থলের ঠিকানা বা পরিচিত কারও ঠিকানাও দেওয়া যেতে পারে। যদি ভুল তথ্য দেওয়া হয়ে থাকে, তাহলে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের ‘এডিট’ অপশনে গিয়ে তা সংশোধন করুন।

ইসি ইতোমধ্যে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করেছে।

এ পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১ লাখ ৯৩ হাজার ৮৭৪ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯০৯ জন পুরুষ এবং ১৮ হাজার ৯৬৫ জন নারী।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গত ১৮ নভেম্বর অ্যাপটির উদ্বোধন করেন এবং ১৪৮টি নির্ধারিত দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

পোস্টাল ব্যালটের জন্য ভোটারকে অবশ্যই যে দেশ থেকে ভোট দেবেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট পৌঁছানোর নিশ্চয়তার জন্য সঠিক ঠিকানা দেওয়া অপরিহার্য বলে জানিয়েছে ইসি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement