ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বড় পরীক্ষা,পররাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বড় পরীক্ষা,পররাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত

রংপুর প্রতিনিধি

Published : ১৮:৫৬, ৬ ডিসেম্বর ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সামনে আমাদের অত্যন্ত বড় পরীক্ষা আছে, সেটা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

একটি আদর্শ নির্বাচন হতে হবে, যেটাতে কারও কোনও অভিযোগ থাকবে না। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এজন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ ৬ ডিসেম্বর শনিবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

নির্বাচন নিয়ে উপদেষ্টা আরও বলেন, যাদের হেরে যাওয়ার সম্ভাবনা থাকবে, তারা ভোটকেন্দ্রে গন্ডগোল করার চেষ্টা করতে পারে। সেটা মনে রেখেই যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে,আমরা তাদের কাছে দায়িত্ব বুঝে দিয়ে চলে যাবো।

সংস্কারের ব্যাপারে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা সংস্কার করার চেষ্টা করছি। বাকিটা নির্বাচিত সরকার এসে স¤পন্ন করবে। সভায় শিক্ষা ব্যবস্থা স¤পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষকরা এখন অনেক বেতন পান, কিন্তু তারা সেইভাবে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করেন না। আমার পরিবার একটি স্কুল চালায়।

সেই স্কুলটি সরকারি হয়েছে, কিন্তু সেখানে শিক্ষার মানের কোনও উন্নয়ন হয়নি। মত বিনিময় সভায় রংপুর জেলার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি প্রাণিস¤পদসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সমস্যার কথা তুলে ধরেন। এসময় রংপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।

রংপুর মেট্রোপলিটন উপকমিশনার তোফায়েল আহমেদ দাবি করে বলেন, রংপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। ৫ আগস্টের পর পুলিশ বাহিনী সব ধকল কাটিয়ে উঠেছে। বিকালে উপদেষ্টা ক্যাডেট কলেজ পরিদর্শন করেন

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement