যমুনায় সিইসিসহ ৫ কমিশনার উপস্থিত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে

যমুনায় সিইসিসহ ৫ কমিশনার উপস্থিত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১০, ৭ ডিসেম্বর ২০২৫

রোববার (৭ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক প্রস্তুতি এবং তফসিল নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন পাঁচ নির্বাচন কমিশনারকে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ‘যমুনা’-তে পৌঁছেছেন।

বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচন ভবন থেকে তারা একসঙ্গে রওনা দেন। তবে বৈঠক সম্পর্কে নির্বাচন কমিশন কিংবা প্রধান উপদেষ্টার কার্যালয় এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।

ইসি সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি, তফসিল ঘোষণার সময় এবং গণভোট আয়োজনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। পাশাপাশি গণভোট পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, সারাদেশে লগিস্টিক সহায়তা, কর্মপরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপগুলোও পর্যালোচনার বিষয় হিসেবে বিবেচনায় থাকবে।

নির্বাচন-পূর্ব দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সিইসির এ বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। আলোচনার এই ধাপ শেষ হওয়ার পর সিইসি আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির সঙ্গে ওই সাক্ষাৎ শেষেই যেকোনো সময় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement