মিডিয়ার সঙ্গে যোগাযোগে বিএনপির ৭ সদস্যের টিম

মিডিয়ার সঙ্গে যোগাযোগে বিএনপির ৭ সদস্যের টিম ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৯, ১ নভেম্বর ২০২৫

মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও কার্যকর যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে বিএনপি।

দলটির মতে, এই উদ্যোগের লক্ষ্য হলো তথ্য বিনিময় ও সাংগঠনিক কার্যক্রমে ঐক্যবদ্ধ সমন্বয় নিশ্চিত করা।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—জাতীয় স্থায়ী কমিটি—এরই মধ্যে এই নতুন কৌশলগত পরিকল্পনাটির অনুমোদন দিয়েছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মূলধারার মিডিয়া, অনলাইন প্ল্যাটফর্ম এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি সমন্বিত কার্যক্রম শুরু করেছে, যা ইতিমধ্যে দলের জাতীয় স্থায়ী কমিটির অনুমোদন লাভ করেছে।”

এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সাতটি পৃথক টিম গঠন করা হয়েছে এবং প্রত্যেকটির দায়িত্বপ্রাপ্ত প্রধানও নির্ধারণ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের নাম নিম্নরূপ—

মুখপাত্র: ড. মাহদী আমিন

প্রেস টিম: ড. সালেহ শিবলী

টিভি ও রেডিও: ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল

বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্ক: ড. জিয়াউদ্দিন হায়দার

অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক: এ কে এম ওয়াহিদুজ্জামান

কনটেন্ট জেনারেশন: ড. সাইমুম পারভেজ

রিসার্চ ও মনিটরিং: রেহান আসাদ

দলের নেতারা মনে করছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক বার্তা আরও স্পষ্টভাবে জনগণের কাছে পৌঁছানো সম্ভব হবে এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সংগঠন পরিচালনা আরও গতিশীল হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement