“ওয়েলফেয়ার পলিটিক্স নয়, দরকার মূল্যবোধের রাজনীতি”

“ওয়েলফেয়ার পলিটিক্স নয়, দরকার মূল্যবোধের রাজনীতি” ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৮, ২ নভেম্বর ২০২৫

নুরুল হক নুরের বক্তব্যে সমর্থন জানালেন এক বিশ্লেষক: ‘অর্থের রাজনীতি নয়, দরকার মূল্যবোধের পলিটিক্স’

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নুরুল হক নুরের বক্তব্যকে শতভাগ সমর্থন জানিয়েছেন এক রাজনৈতিক বিশ্লেষক। তাঁর মতে, নুর বাস্তবতার নির্যাসই তুলে ধরেছেন—যেভাবে গ্রামগঞ্জে মানুষ ৫০০ থেকে ১ হাজার টাকায় ভোট বিক্রি করে, ঠিক তেমনি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি “ওয়েলফেয়ার পলিটিক্স”-এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয়, তবে রাষ্ট্রে গুণগত পরিবর্তন আসবে না।

তিনি প্রশ্ন তুলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, কারাবরণ করেছেন, ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন—তাঁরা কেন ভোটে পরাজিত হলেন? বরং অপরিচিত মুখ বা অরাজনৈতিক প্রভাবসম্পন্ন প্রার্থী জয়ী হয়েছেন। তাঁর মতে, এটি বিরাজনীতিকরণের একটি স্পষ্ট উদাহরণ, যা তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক নিরুৎসাহ তৈরি করছে।

তিনি বলেন, “ওয়েলফেয়ার পলিটিক্স”—অর্থাৎ বৃত্তি, ফিল্টার, ইফতার, কুরবানির মাংস বা চিকিৎসায় ছাড়ের মতো উদ্যোগ যদি রাজনৈতিক হাতিয়ার হয়, তবে তা রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র নয়, বরং নির্ভরশীলতার রাষ্ট্রে পরিণত করবে। এতে দলীয়ভাবে কিছু সংগঠন উপকৃত হলেও দেশের রাজনৈতিক সংস্কৃতি ও নৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হবে।

বক্তব্যে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ও শিবির যদি সত্যিই কালোটাকার রাজনীতির বিরোধী হয়, তবে তাদের ওয়েলফেয়ারের নামে অর্থের ছড়াছড়ি বন্ধ করা উচিত। “যে সংগঠন ইসলামি মূল্যবোধ ধারণের দাবি করে, তাদেরই উচিত অর্থনির্ভর রাজনীতি বর্জন করা,”—বলেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, “যদি অর্থের প্রভাবেই রাজনীতি নিয়ন্ত্রিত হয়, তবে হেরে যাবে রাজনীতি, জিতে যাবে অর্থ।”

তার মতে, দেশের রাজনৈতিক ভারসাম্য ও নৈতিক ভিত্তি পুনর্গঠনের জন্য প্রয়োজন স্বচ্ছ, নীতিনিষ্ঠ ও মূল্যবোধভিত্তিক রাজনীতি—যেখানে টাকার নয়, আদর্শের জয় হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement