বিএনপির ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচি

বিএনপির ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:০৯, ২ নভেম্বর ২০২৫

আগামী ৭ নভেম্বর জাতীয় সংহতি ও বিপ্লব দিবসকে কেন্দ্র করে ১০ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

রোববার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগণের ঐক্য ও আন্দোলনকে শক্তিশালী করতে চায়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের মদদপুষ্ট একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যাচার ছড়িয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, সংহতি ও মানুষের অধিকারের পক্ষে অবস্থান নিয়েছে।

এর আগে সকালে আলাদা এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ‘জুলাই সনদ’ ইস্যুতে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এই বিতর্কে সরকার ইচ্ছাকৃতভাবে কথা বলছে না, যাতে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে দেওয়া যায়।

গয়েশ্বর আরও বলেন, “জুলাই সনদ ইস্যুতে যদি বিএনপি প্রতিবাদের পথ নেয়, তাহলে বর্তমান সরকার টিকতে পারবে না। তবে আমরা দায়িত্বশীল দল হিসেবে উত্তেজনা নয়, ধৈর্য ও রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে পরিস্থিতি সামলাতে চাই।”

তিনি আশা প্রকাশ করেন, সরকারের অধীনেই হলেও বিএনপি চায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। তার দাবি, রাষ্ট্রক্ষমতায় বিএনপির প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র, তাই বিভিন্নভাবে দলটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে।

সর্বশেষে বিএনপির নেতারা বলেন, ৭ নভেম্বরের কর্মসূচি হবে জনগণের সংহতি, গণতন্ত্র ও স্বাধীনতার চেতনা পুনরুদ্ধারের প্রতীক।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement