তারেক রহমানের নেতৃত্বে নতুন আশার সূচনা: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নতুন আশার সূচনা: মির্জা ফখরুল ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৪১, ২ নভেম্বর ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কাছে নতুন আশার আলো নিয়ে আসছেন।

রোববার (২ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল আলমগীর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন, ঠিক সেই ধারাবাহিকতাতেই তারেক রহমানও প্রবাস থেকে দেশের মানুষের সঙ্গে সংযুক্ত হয়ে জাতীয় ঐক্যের প্রচেষ্টা চালাচ্ছেন। দেশের রাজনীতিতে যে সংগ্রামের ধারাবাহিকতা গড়ে উঠেছিল, তা আজও তারেক রহমান অব্যাহত রেখেছেন। তিনি বলেন, জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন তিনি।

বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, ৭ নভেম্বর শুধু বিএনপির জন্য নয়, গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যখন মানুষ অনিশ্চয়তা ও হতাশার মধ্যে রয়েছে, তখন দেশের শত্রুরা নৈরাজ্য সৃষ্টি করছে, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এ পরিস্থিতিতে ৭ নভেম্বরের ঐক্যের চেতনা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

ফখরুল আলমগীর বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থায় থেকে মুক্ত করা হয়। দেশের স্বার্থরক্ষায় সৈনিক ও জনগণ তাকে বন্দি অবস্থান থেকে উদ্ধার করে। এরপর বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়।

তিনি বলেন, জিয়াউর রহমান দেশের রাজনৈতিক অঙ্গনে কেন্দ্রীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন এবং দেশের অর্থনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নবযুগের সূচনা করেন। তার আমলে বাংলাদেশের পুনর্জাগরণ ঘটে, গার্মেন্টস শিল্প গড়ে ওঠে, বিদেশে শ্রমিক প্রেরণের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ শুরু হয়। নারী শিক্ষার প্রসার, কৃষি বিপ্লব, শিল্প উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি—সবই তার দিকনির্দেশনায় সম্ভব হয়।

মির্জা ফখরুল আরও বলেন, যদিও শহীদ প্রেসিডেন্টকে নির্মমভাবে হত্যা করা হয়, তার দর্শন ও আদর্শ আজও বেঁচে আছে। তার জাতীয়তাবাদের দর্শন কখনও পরাজিত হয়নি, তাই বিএনপিও প্রতিনিয়ত ধ্বংসস্তূপ থেকে পুনরুজ্জীবিত হয়েছে।

তিনি শেষ করেন, ৭ নভেম্বর জাতীয় ইতিহাস ও রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শন ও আদর্শকে সামনে রেখে বিএনপি গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement