আ.লীগের লকডাউন ঠেকাতে এক ‘হাসনাতই’ যথেষ্ট: নাসিরুদ্দীন পাটওয়ারী

আ.লীগের লকডাউন ঠেকাতে এক ‘হাসনাতই’ যথেষ্ট: নাসিরুদ্দীন পাটওয়ারী ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪০, ১২ নভেম্বর ২০২৫

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঠেকাতে এনসিপির একজন নেতাই যথেষ্ট— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, “শুনলাম কাল নাকি আওয়ামী লীগের লকডাউন। কালকে সব দল মাঠে থাকবে। আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য তো আমাদের এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।”

বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ প্ল্যাটফর্ম ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আবদুল্লাহই এই বাংলাদেশে যথেষ্ট। আওয়ামী লীগের এখন মরণ অবস্থা, শুধু কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে। দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “শুনছি আওয়ামী লীগের মামলা তুলে নেওয়া হবে। কিন্তু মামলা তো তুলেই নিয়েছে গত এক বছর টাকার বিনিময়ে। বিএনপি গত এক বছরে যে মামলা বাণিজ্য করেছে, সেটার স্বীকৃতি নিজেই দিলেন মির্জা ফখরুল।”

তিনি অভিযোগ করেন, “চাঁদাবাজি আর মামলা বাণিজ্য— এই দুইটা ছাড়া বিএনপির গত এক বছরে আর কোনো অর্জন নেই। এই দুইটা নিয়েই তারা এখন ভোট চাইতে চায়। ভোট নয়, মানুষ তাদের জুতা দেবে।”

রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এই সংকটময় সময়ে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় দেশের ভবিষ্যৎ আরও বিপদের মুখে পড়বে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement