লকডাউন শ্লোগান বহনকারী তিনজন সারিয়াকান্দিতে গ্রেফতার

লকডাউন শ্লোগান বহনকারী তিনজন সারিয়াকান্দিতে গ্রেফতার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩৮, ১২ নভেম্বর ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে স্থানীয় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ‘১৩ তারিখ লকডাউন’, ‘ইউনূস হটাও, দেশ বাঁচাও’ এবং ‘মশাল মিছিল সার্থক হোক’ লেখা ব্যানার বহন ও সংশ্লিষ্ট নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কালিতলা নৌঘাট এলাকায় তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সারিয়াকান্দি সেনা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে থানায় হস্তান্তর করেন। পুলিশ ব্যাগ তল্লাশি করলে ব্যানারটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: কামালপুর ইউনিয়নের আনারুল ইসলামের ছেলে সম্পদ মিয়া (২১), ধুনট উপজেলার ওয়েদ আলীর ছেলে সোহাগ মিয়া (১৮), এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে হৃদয় হাসান (১৮)।

সারিয়াকান্দি থানার ওসি জামিলুর রহমান জানান, তাদের বিরুদ্ধে পূর্বের নাশকতার মামলার প্রেক্ষিতে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশ এ ঘটনার তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কাজ চালাচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement