গণভোট নিয়ে ইউনূসের বক্তব্যে জামায়াতের উদ্বেগ

গণভোট নিয়ে ইউনূসের বক্তব্যে জামায়াতের উদ্বেগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১৭, ১৩ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের ঘোষণা ঘিরে যে আশঙ্কা ছিল, তা এখনো কাটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ সম্প্রচারের পর বিকেলে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, “একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তে রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে।”

গোলাম পরওয়ার আরও বলেন, “আমরা আগেই সতর্ক করেছিলাম, নির্বাচনের দিন গণভোট আয়োজন করলে প্রশাসনিক জটিলতা ও ভোটারদের বিভ্রান্তির আশঙ্কা থাকবে। তাই আটটি রাজনৈতিক দল নভেম্বর মাসেই গণভোট সম্পন্ন করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু প্রধান উপদেষ্টার ঘোষণায় সেই শঙ্কা থেকেই গেল।”

তিনি মনে করেন, “প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের প্রত্যাশা ও বাস্তবতার প্রতিফলন ঘটেনি। জনগণ একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পাশাপাশি আলাদা সময়ের গণভোট আশা করেছিল। কিন্তু একই দিনে দুটি গুরুত্বপূর্ণ আয়োজন নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে।”

গোলাম পরওয়ার আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং প্রয়োজনে এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানানো হবে।

এর আগে দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সব দিক বিবেচনা করে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এতে সংস্কারের গতি ব্যাহত হবে না; বরং এটি নির্বাচনকে আরও উৎসবমুখর ও সাশ্রয়ী করবে।”

তিনি আরও জানান, গণভোট পরিচালনা ও তার কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement