নোয়াখালীর সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমনের বহিষ্কারাদেশ ভুলবশত প্রত্যাহার করা হয়েছিল বলে জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভুলক্রমে বেলাল হোসেন সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, তার বহিষ্কারাদেশ অপরিবর্তিতভাবে বহাল থাকবে।
এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে সারাদেশে ১৭ নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ এবং পদ স্থগিতাদেশ জারি করা হয়েছিল। ওই তালিকায় যুবদল নেতা বেলাল হোসেন সুমনের নামও অন্তর্ভুক্ত ছিল।



































