ফখরুল: গণতন্ত্রে ফেরার একমাত্র পথ নির্বাচন

ফখরুল: গণতন্ত্রে ফেরার একমাত্র পথ নির্বাচন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:১২, ১৩ নভেম্বর ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ধারায় ফেরার একমাত্র পথ হলো নির্বাচন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল উল্লেখ করেন, দেশের গণতন্ত্র রক্ষা করতে প্রাণ দিতে হলেও তা বাস্তবে চর্চার সুযোগ হয়নি। অতীতে গণতন্ত্রকে বারবার ধ্বংস করা হয়েছে এবং একটি গণতান্ত্রিক শক্তি নিজেদের স্বার্থে গণতন্ত্রকে ধ্বংস করে বাকশাল চালু করেছিল। তবে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ফিরিয়ে আনার সুযোগ এসেছে। এই প্রক্রিয়ায় জনগণকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার একমাত্র বিকল্প হলো নির্বাচন।

তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারে বিএনপি ৩১ দফার প্রস্তাব দিয়েছে এবং সংস্কারের সব উদ্যোগ শুরু করেছে দলটি। প্রত্যেকের মধ্যে ভিন্নমত থাকবেই, এমনকি প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ভিন্নমত থাকতে পারে। তবে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে পার্লামেন্ট গঠন করা হবে, যা সকল গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান আনবে।

মির্জা ফখরুল প্রার্থনা করেন, পিআর চাপিয়ে দেয়া ঠিক নয়; জনগণকে বুঝিয়ে এবং প্রস্তুত করে তারপর প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্টবিরোধীদের সঙ্গে মিলিত হয়ে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে বিএনপি, যাতে সবাই একত্রিত হয়ে দেশের জন্য এগিয়ে যেতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement