‘আপা আর ফিরে আসবে না’, লায়ন ফারুকের ঘোষণা

‘আপা আর ফিরে আসবে না’, লায়ন ফারুকের ঘোষণা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২০, ১৩ নভেম্বর ২০২৫

১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ‘দেশ বাচাও মানুষ বাঁচাও আন্দোলন’ সভায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।

তিনি বলেন, গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

লায়ন ফারুক রহমান বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ’ ঘোষিত আওয়ামী লীগ ২০০–১০০ টাকার লোভে গাড়িতে আগুন দেওয়া, মানুষ হত্যা করার মতো কুৎসিত কর্মকাণ্ড করছে। তাদের আর পুনর্বাসনের কোনো সুযোগ নেই। গণতন্ত্র ও নির্বাচনের নামে যে ষড়যন্ত্র হচ্ছে, তা দেশবিরোধী। যারা ভোট প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, জনগণ তাদের রুখে দেবে।

তিনি আরও বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত ১৫ বছরের শাসনামলে অংশগ্রহণমূলক ও অর্থবহ কোনো নির্বাচন করতে দেয়নি। নির্বাচনের নামে প্রহসন চালিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে।

সেই সঙ্গে বাক-স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতাও নিয়ন্ত্রিত হয়েছে। দীর্ঘ দেড় দশক ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ভূলুণ্ঠিত হয়েছে। চব্বিশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটলেও দেশের গণতন্ত্র এখনও পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি। তাই অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অত্যাবশ্যক।

সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টির সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন এবং দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement