বিজয় মাসকে স্বাগত জানিয়ে এনসিপি ঢাকা মহানগর উত্তরের ’বিজয় রিকশা র্যালি’ অনুষ্ঠিত
Published : ১৩:৫৫, ৬ ডিসেম্বর ২০২৫
মহান বিজয়ের মাস ডিসেম্বরকে স্বাগত জানিয়ে এবং ফ্যাসিবাদ-বিরোধী ঐক্যের বার্তা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা-১৩ আসন -এর উদ্যোগে এক জমকালো "বিজয় রিকশা র্যালি" অনুষ্ঠিত হয়েছে। গত ৫ই ডিসেম্বর ২০২৫, শুক্রবার বিকাল ০৩টায় এই ব্যতিক্রমী র্যালিটি সম্পন্ন হয়।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন-এর নেতৃত্বে এই আয়োজনটি শেরেবাংলা নগর আদর্শ স্কুল থেকে শুরু হয়ে আদাবর, মোহাম্মদপুর, বছিলা, লালমাটিয়া এবং রায়ের বাজার সহ ঢাকা-১৩ আসনের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।। র্যালিতে রঙিন সাজে সজ্জিত প্রায় শতাধিক রিকশায় ব্যানার-ফেস্টুন নিয়ে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ঢাকা ১৩ আসন থেকে এনসিপির জাতীয় সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী আকরাম হোসাইন বলেন , বিজয়ের মাস ডিসেম্বর আমাদের জাতীয় জীবনে এক অফুরন্ত প্রেরণার উৎস।
আজকের এই 'বিজয় রিকশা র্যালি কেবল বিজয় উদযাপন নয়, বরং এটি আনন্দ ও ঐক্যের প্রতীক। আমরা মনে করি, বর্তমানে দেশের সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তির একত্রিত হওয়া জরুরি। এই আয়োজন সেই ঐক্যেরই প্রতিফলন, যেখানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি (ঢাকা মহানগর উত্তর) এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকল নেতাকর্মী, বিভিন্ন শ্রেনী-পেশার ছাত্র-জনতার প্রতি জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিডি/এএন
































