খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া নিয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:৫০, ৬ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে কি না—এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতেই নেবে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিএনপির মিডিয়া সেলের এক সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থাই হবে সিদ্ধান্তের মূল ভিত্তি। চিকিৎসক দলের অনুমোদন মিললেই এয়ার অ্যাম্বুলেন্স দেশে এসে পৌঁছাবে বলে জানা গেছে।

এর আগেই ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করে জানিয়েছে যে কাতারের আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। এটি শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে।

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে শুক্রবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও পরিকল্পনা অনুযায়ী যাত্রা শুরু করা যায়নি, কারণ নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায়নি। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান যে যান্ত্রিক সমস্যার জন্য শুক্রবার বিমানটি আসতে পারেনি, তবে সব কিছু ঠিক থাকলে শনিবার তা ঢাকায় পৌঁছাবে।

তিনি আরও বলেন, যদি খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি ভ্রমণের উপযোগী হয় এবং মেডিকেল বোর্ড থেকে চূড়ান্ত সম্মতি পাওয়া যায়, তবে রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশ্যে তার যাত্রা সম্ভব হবে।

এদিকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হতে ঢাকায় এসেছেন ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছান। সকাল পৌনে ১১টায় তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর ত্যাগ করে সরাসরি যান এভারকেয়ার হাসপাতালে। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর দুপুরে ধানমন্ডির পারিবারিক বাসভবনে ফেরত যান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement