বেগম খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান

বেগম খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:১০, ৬ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার অগ্রগতি জানার জন্য আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তার পুত্রবধূ এবং তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার (৬ নভেম্বর) দুপুরের পর তিনি হাসপাতালে পৌঁছান এবং শাশুড়ির সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল টিমের সঙ্গে কথা বলেন।

এর আগের দিন, শুক্রবার লন্ডন থেকে ঢাকায় নেমেই তিনি প্রথমে এভারকেয়ার হাসপাতালে যান এবং কয়েক ঘণ্টা অবস্থান শেষে ধানমন্ডিতে বাবার বাসায় যান। পরে রাতেও তিনি আবার হাসপাতালে আসেন। তার প্রতিবার আগমনের সময় হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এদিকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী।

গণমাধ্যমকে তিনি জানান, মেডিকেল বোর্ডের অনুমোদন পেলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে। পুরো ব্যবস্থাপনাই কাতার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে করা হচ্ছে, এমনকি জার্মানি থেকে আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স আনার প্রক্রিয়ার ব্যবস্থাপনাও তারা করছে। বিএনপির পক্ষ থেকে আলাদা উদ্যোগ নেওয়ার প্রয়োজন হয়নি।

তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল হলেও ফ্লাই করার মতো সক্ষমতা পুরোপুরি তৈরি হয়নি। এ কারণেই লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। গত দুই দিনে মেডিকেল বোর্ড বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছে এবং প্রতিদিনের সভায় সেই রিপোর্টগুলো মূল্যায়ন করা হচ্ছে।

২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। এই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ডা. জুবাইদা রহমানও, যিনি বিশেষভাবে লন্ডন থেকে ঢাকায় এসেছেন শাশুড়ির উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে এবং সম্ভাব্য বিদেশযাত্রায় সঙ্গে থাকতে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement