স্টেডিয়ামে খাবার-পানি নিয়ে ঢোকার অনুমতি, মানতে হবে বিসিবির নির্ধারিত শর্ত

স্টেডিয়ামে খাবার-পানি নিয়ে ঢোকার অনুমতি, মানতে হবে বিসিবির নির্ধারিত শর্ত

TheBusinessDaily

Published : ০০:৩৫, ২০ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল (২০ জুলাই) থেকে শুরু হতে যাওয়া সিরিজে দর্শকরা এবার নিজেদের সঙ্গে খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে এজন্য মানতে হবে বিসিবির নির্ধারিত কিছু শর্ত। শনিবার (১৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

 খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশের শর্তাবলি:  বিসিবির নিয়ম মেনে চলা: দর্শকদের বিসিবির যাবতীয় নীতিমালা এবং স্পনসর প্রতিষ্ঠানের বাণিজ্যিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে। নিষিদ্ধ সামগ্রী: স্টেডিয়ামের ভেতরে নিচের জিনিসপত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ: আগ্নেয়াস্ত্র, লেজার পয়েন্টার, ফ্লেয়ার, বিস্ফোরক দ্রব্য, আতশবাজিম্যাচ বা লাইটার, সিগারেট ভিডিও ক্যামেরা, পেশাদার স্টিল ক্যামেরালাঠিযুক্ত পতাকা, ছুরি, ক্যান, ক্যাপ বা কর্কযুক্ত বোতল, কাচের বোতল বাঁশি এবং যেকোনো বস্তু যা নিরাপত্তা কর্মীদের মতে বিপজ্জনক হতে পারে ৩. দুর্ঘটনার দায়ভার: কোনো ব্যক্তি স্টেডিয়ামে দুর্ঘটনাজনিতভাবে আহত হলে বিসিবি দায়ী থাকবে না।

৪. প্রবেশ ও উচ্ছেদ: কেউ যদি হুমকিস্বরূপ মনে হয় বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাকে স্টেডিয়ামে প্রবেশে বাধা বা গ্যালারি থেকে বের করে দেওয়ার অধিকার বিসিবি সংরক্ষণ করে। ৫. খাবার-পানীয় আনা: দর্শকরা বাইরে থেকে খাবার বা পানি আনতে পারবেন। তবে নিরাপত্তা তল্লাশির মাধ্যমে তা অনুমোদিত হবে, অন্যথায় প্রবেশ করতে দেওয়া হবে না। ৬. অননুমোদিত ব্র্যান্ডিং নিষিদ্ধ: স্টেডিয়ামের ভেতর ও বাইরে অনুমোদনহীন কোনো ধরণের ব্র্যান্ডিং করা যাবে না। ৭. দুর্নীতিবিরোধী অবস্থান: খেলার ভেতরে বা বাইরের কোনো দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। ৮. বাজি নিষিদ্ধ: যে কোনো ধরণের বাজি আইনত দণ্ডনীয় অপরাধ এবং স্টেডিয়াম চত্বরে এটি সম্পূর্ণ নিষিদ্ধ। ৯. দুর্নীতিতে জড়ালে শাস্তি: বাজি বা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধী হিসেবে বিবেচিত হবে। ১০. ধূমপান নিষিদ্ধ: স্টেডিয়ামের সব স্ট্যান্ড এলাকাকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।

১১. বৈষম্যবিরোধী নীতি: দর্শকদের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈষম্যবিরোধী নীতি মেনে চলতে হবে। এতে ব্যর্থ হলে স্টেডিয়াম থেকে বের করে দেওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। ১২. অপমানমূলক আচরণ নিষিদ্ধ: কেউ যদি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, যৌনতা, শারীরিক অক্ষমতা বা পারিবারিক অবস্থা ইত্যাদির ভিত্তিতে অন্য কাউকে অপমান বা হুমকি দেয়, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে স্টেডিয়াম থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনা হবে। বিসিবি আশাবাদ ব্যক্ত করেছে, এসব নিয়ম মেনে চললে একটি সুশৃঙ্খল ও নিরাপদ ক্রিকেট উপভোগের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

BD/S

শেয়ার করুনঃ
Advertisement