গত মৌসুমে কোনো শিরোপা ছাড়াই হতাশার সমাপ্তি টেনেছিল রিয়াল মাদ্রিদ। এরপরই ক্লাব কর্তৃপক্ষ বড় পরিবর্তনের পথে হাঁটে—ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে বিদায় জানিয়ে দায়িত্ব তুলে দেয় সাবেক তারকা ফুটবলার জাভি আলোনসোর হাতে।
শুরুতে তার কোচিং সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছিল, তবে মাঠে পারফরম্যান্স দিয়ে এখন সব সমালোচনার জবাব দিচ্ছেন আলোনসো।
তার অধীনে রিয়াল মাদ্রিদ গত ছয় দশকের মধ্যে মৌসুমের সেরা সূচনা করেছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে পেয়েছে ১৩ জয়। লা লিগায় ১১ ম্যাচে ১০ জয় এবং চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচেই পূর্ণ জয়—এমন উজ্জ্বল সূচনা দলটি সর্বশেষ করেছিল ১৯৬১-৬২ মৌসুমে, মিগুয়েল মুনোজের নেতৃত্বে।
শনিবার (১ নভেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ম্যাচে ভালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। এমবাপ্পে করেছেন জোড়া গোল, আর বেলিংহ্যাম ও আলভারো কারেরাসের একটি করে গোল রিয়ালকে দিয়েছে সহজ জয়। যদিও পেনাল্টি শট থেকে গোল করতে ব্যর্থ হন ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের ১৯তম মিনিটে ভালেন্সিয়ার ডিফেন্ডার সেসার তারেগার হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন এমবাপ্পে, যিনি বার্সেলোনার বিপক্ষে আগের ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন। এটি ছিল লা লিগায় টানা আট ম্যাচে ফরাসি তারকার গোল।
৩১তম মিনিটে আর্দা গিলেরের ক্রস থেকে ভলিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। প্রথমার্ধের শেষদিকে আলভারো কারেরাস ফাউলের শিকার হলে আরেকটি পেনাল্টি পায় রিয়াল। এবার কিক নেন ভিনিসিয়ুস, কিন্তু তার শট রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। তবে দুই মিনিট পরই দারুণ শটে গোল করেন বেলিংহ্যাম, ফেদেরিকো ভালভের্দের পাস থেকে বক্সের বাইরে থেকে জোরাল শটে লক্ষ্যভেদ করে তিনি।
চোট থেকে ফেরার পর বেলিংহ্যাম ধীরে ধীরে ফিরছেন সেরা ফর্মে—টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন তিনি।
ম্যাচের ৮২তম মিনিটে রিয়ালের চতুর্থ গোলটি করেন তরুণ স্প্যানিশ লেফট-ব্যাক আলভারো কারেরাস। রদ্রিগোর শট রক্ষণে বাধা পাওয়ার পর বল পেয়ে দূরপাল্লার এক দারুণ শটে গোল করেন তিনি।
পুরো ম্যাচজুড়ে রিয়াল ছিল সম্পূর্ণ আধিপত্যে। ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে আলোনসোর দল নিয়েছে ২১টি শট, যার মধ্যে ১১টি ছিল অন টার্গেট। বিপরীতে ভালেন্সিয়া নিতে পেরেছে মাত্র চারটি শট, তার মধ্যে একটি ছিল লক্ষ্যে।
এই জয়ে ১১ ম্যাচে ১০ জয় ও ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে রিয়াল মাদ্রিদ।
দিনের অন্য ম্যাচে, রায়ো ভাইয়েকানোকে ৪-০ গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে ভিয়ারেয়াল, ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ২২ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।


































