সৌদি আরবের রাজধানী রিয়াদে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ পেয়েছে আনন্দের খবর। মেয়েদের ভারত্তোলনে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশি অ্যাথলেট মারজিয়া আক্তার ইকরা।
শনিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৬৩ কেজি ভার তুলে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
৫৩ কেজি বিভাগে মোট আটজন নারী ভারোত্তোলক অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলেই স্বর্ণপদক জয় করেন। ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি ভার তুলে রৌপ্যপদক পান। আর আজারবাইজানের সেইজান ১৫৯ কেজি তুলতে পেরে ইকরার চেয়ে চার কেজি কমে চতুর্থ স্থানে থাকেন।
বাংলাদেশের জন্য এই পদকটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, তুরস্কের কোনিয়ায় অনুষ্ঠিত আগের ইসলামিক গেমসে বাংলাদেশের একমাত্র পদক এসেছিল আরচ্যারিতে। এবার রিয়াদে আয়োজিত আসরে আরচ্যারি ও শ্যুটিং ইভেন্ট না থাকায় বাংলাদেশের পদকের আশা ছিল বেশ কম। সেই প্রেক্ষাপটে ইকরার ব্রোঞ্জ জয় যেন প্রত্যাশার চেয়ে বড় আনন্দের বার্তা হয়ে এসেছে।
এদিকে, শুক্রবার বাংলাদেশের আরও দুই ভারোত্তোলক অংশ নেন নিজেদের ইভেন্টে। ৪৮ কেজি বিভাগে বৃষ্টি পঞ্চম স্থান অর্জন করেন এবং ৬০ কেজিতে আশিকুর রহমান তাজ ষষ্ঠ হন। তবু মারজিয়া আক্তার ইকরার ব্রোঞ্জ পদক দেশের পক্ষে এই আসরে এখন পর্যন্ত একমাত্র পদক, যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।



































